Friday, March 30, 2012

ভালবাসি গান

আমি YouTube এ অনেক গান শুনি। যে গান চট করে পাওয়া যায়ে না তার মধ্যে বেশ কিছু গান YouTube এ খুব সহজে পেয়ে যাই। গত কাল এই লিঙ্কট্-টি পেয়ে খুব ভালো লাগল। তাই শেয়ার করছি ...

Tuesday, March 23, 2010

"আমি চঞ্ছল হে আমি সুদূরের পিয়াশি"- রবিন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটি মনে হয়ে যেন এ আমারই কথা...

এই প্রথম বাংলাএ কিছু লিখছি কম্পুটারের কিবো্র্ড দিয়ে... খুব ভাল লাগছে!বাংলা লেখার অভ্যাস নেই বলে একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্ত নিজের মাতৃভাষায়ে লেখার মজা অন্যরকম!

এখন থেকে বাংলায়ে লেখা অভ্যাস করব, আশা করি আমার মত অনেকেই বাংলায়ে লেখার চর্চা করবেন। এই এত সুন্দর ভাষাটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার আগে বাঙ্গালিদেরই।