এই প্রথম বাংলাএ কিছু লিখছি কম্পুটারের কিবো্র্ড দিয়ে... খুব ভাল লাগছে!বাংলা লেখার অভ্যাস নেই বলে একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্ত নিজের মাতৃভাষায়ে লেখার মজা অন্যরকম!
এখন থেকে বাংলায়ে লেখা অভ্যাস করব, আশা করি আমার মত অনেকেই বাংলায়ে লেখার চর্চা করবেন। এই এত সুন্দর ভাষাটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার আগে বাঙ্গালিদেরই।